নেত্রকোনার সেরা দর্শনীয় স্থান হলো বিরিশিরি। সেখানকার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। সাদা মাটির এই দেশে দেখা মিলবে চিনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, নীলচে-সবুজ পানির হৃদ, গির্জা, পাহাড়ি নৃ-গোষ্ঠিসহ বিভিন্ন দর্শনীয় স্থান।
কিভাবে যাবেন?
ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে সরাসরি বিরিশিরি দুর্গাপুর যাওয়ার জন্য সরকার ও জিন্নাত নামে বাস ছাড়ে। আরো কিছু সংখ্যক বাস ছাড়ে। ভাড়া পরবে জনপ্রতি ২৫০ থেকে ৪৫০ টাকার মতো। ৫-৭ ঘন্টার মধ্যেই আপনি পৌছে যাবেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর বিরিশিরিতে।
কিভাবে ঘুরবেন?
সেখান থেকে নদী পার হবেন। আপডাউন ৬০-৮০ টাকার মতো পরবে। নৌকা পার হয়ে বাজার থেকে অটো, সিএনজি, বাইক, রিক্সা ইত্যাদি পাবেন বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য। অটো বা সিএজি রিজার্ভ করে নিলে তাড়াই আপনাকে সবগুলো স্পট ঘুরে দেখাবে। ভাড়া পরবে ৫০০-১০০০ টাকার মতো। দামাদামি করে নিবে। ভাড়া চাইবে অনেক বেশি। সবগুলো স্পট ঘুরে দেখতে সময় লাগবে ৫/৬ ঘন্টা বা তারও কম। লোকাল ট্রান্সপোর্ট ব্যাবহার করলে খরচ একটু বাড়তে পারে।
ঢাকা ফেরার জন্য দুর্গাপুরের তালুকদার প্লাজার সামনে থেকে রাত এগারটায় এবং সাড়ে এগারটায় দুটি নাইট কোচ ঢাকার উদ্দ্যশ্যে ছেড়ে যায়। ভোর পাঁচটার মধ্যেই মহাখালী পৌঁছে যাবেন।
কোথায় খাবেন?
সকালে বাস থেকে নেমে সেখানেই নাস্তা সেরে নিতে পারেন। অথবা নদী পার হয়ে সেখান থেকে করে নিতে পারেন। জনপ্রতি ৫০-১৫০ টাকার মধ্যে হয়ে যাবে। দুপুরে বাজার বা বাস স্টেশন থেকে লাঞ্চ করতে পারেন। জনপ্রতি ২০০-৫০০ টাকার মধ্যে হযে যাবে। সেখানে বালিশ মিস্টি পাওয়া যায়। চেখে দেখতে পারেন।
একদিনে খুব সুন্দর একটা ট্যুর দিযে আসতে পারেন। দুপুরের মধ্যে ঘোরাঘুরি শেষ হয়ে গেলে দুপুরের বাসে করেই ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে দিতে পারবেন। ৮/৯ টার মধ্যেই ঢাকা থাকবেন।
কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগীতা করবো ইনশাআল্লাহ।