ভ্রমণ পরিকল্পনা -
পবিত্র মাহে রমজান আসলেই বাঙালি ধর্মপ্রাণ মুসলিমরা ইবাদত বন্দেগি’র পাশাপাশি হরেক রকম খাবার এর পশরা নিয়ে মজে উঠে৷ এবং এই আয়োজন যে শুধু নিজ ঘরে সীমাবদ্ধ থাকে এমন না৷ ছড়িয়ে যায় নানান সামাজিক আয়োজন, আত্মীয় স্বজন এর বাড়ি, বন্ধু বান্ধব সহ আরো বিভিন্ন কমিউনিটি তে। সবাই মিলে একসাথে ইফতার – একসাথে সেহরি করার আনন্দই আলাদা।
আরেক প্রকার মানুষ আছে যারা শুধু এরই মধ্যে সীমাবদ্ধ নয়৷ এরা ভ্রমন পিপাসু। এরা প্রকৃতির মধ্যে নিজের জীবনের সব আচার আচরণ,সংস্কৃতি কে সংযুক্ত করে জীবনে ভিন্নমাত্রা যুক্ত করতে চায়। কোলাহল থেকে দূরে গিয়ে ইফতার ও সেহরির আয়োজন এই মানুষ গুলোর জীবনে হয়ে উঠে বিশেষ কিছু।
এই বিষয় মাথায় নিয়েই
এই বিষয় মাথায় নিয়েই
ফুর্তি ট্রাভেল এর আয়োজন
ইফতার হবে পাহাড়ে।
ইফতার হবে পাহাড়ে।